ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

স্মরণে স্নেহা চক্রবর্তী

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে,

আমাদের প্রাক্তন প্রিয় ছাত্রী স্নেহা চক্রবর্তী

গতকাল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।

তাঁর হাসি, সদয় মন এবং অধ্যয়নের প্রতি নিষ্ঠা চিরকাল আমাদের হৃদয়ে অম্লান থাকবে।

অকাল প্রয়াণে হারিয়ে গেল এক উজ্জ্বল আলোর রেখা।

🕯️ তাঁর আত্মার চির শান্তি কামনা করি।

– টেকনিক পরিবার

Scroll to Top